আহত কিং খান, আমেরিকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে

মেয়ে সুহানা খানের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর (King) শুটিং চলছিল টানা কয়েক মাস ধরেই, সেই সময়ই গুরুতরভাবে পেশিতে আঘাত পান কিং খান।

July 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৪: আহত বলিউডের বাদশা শাহরুখ খান(Shahrukh Khan)। মেয়ে সুহানা খানের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর (King) শুটিং চলছিল টানা কয়েক মাস ধরেই, সেই সময়ই গুরুতরভাবে পেশিতে আঘাত পান কিং খান। লন্ডনে (London)একাধিক ধাপে শুটিং চললেও সম্প্রতি মুম্বইয়ের গোল্ডেন টোবাকো(Golden Tobacco) স্টুডিয়োয় এক অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন স্টান্ট করতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা।

সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশে পেশির চোট পান। আঘাত কতটা গুরুতর, শরীরের ঠিক কোন অংশে লেগেছে—এই বিষয়ে এখনো পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি শাহরুখের টিমের পক্ষ থেকে। তবে ছবির শুটিং মাঝপথেই বন্ধ রাখতে হয়েছে এবং চিকিৎসার জন্য তাঁকে তড়িঘড়ি ‘ আমেরিকায় ‘ নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই পেশিজনিত সমস্যায় ভুগছেন শাহরুখ খান। অতিরিক্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করাকালীন সেই পুরনো সমস্যাই আবার মাথাচাড়া দিয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে পাঠানো হয়েছে, যাতে চোট গুরুতর রূপ না নেয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তত এক মাস শাহরুখ খানকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হতে পারে। এই সময় চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে। ফলে আপাতত ‘কিং’-এর শুটিং বন্ধ রাখা হচ্ছে। প্রোজেক্টের পরবর্তী ধাপের কাজ শুরু হতে পারে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসে।

সুহানা খানের সঙ্গে এই ছবিতে শাহরুখ খানের স্ক্রিন শেয়ার করাই অন্যতম আকর্ষণ ছিল। ফলে এই দুর্ঘটনা শুধু তাঁর স্বাস্থ্যের জন্য নয়, পুরো প্রোজেক্টের গতিপথেও প্রভাব ফেলতে চলেছে। এখন অপেক্ষা, সুস্থ হয়ে কবে আবার ক্যামেরার সামনে ফিরবেন কিং খান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen