মন্নতের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে পারলেন না শাহরুখ খান, চাইলেন ক্ষমা

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২১.২০: প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্তরা ছুটে এসেছিলেন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মন্নত’-এর সামনে, প্রিয় তারকাকে একবার চোখে দেখার আশায়। কিন্তু দুঃখের বিষয়, এই বছর সেই আশা পূরণ হবে না। সুপারস্টার শাহরুখ খান নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

শাহরুখ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে লিখেছেন, “প্রশাসনের পরামর্শে আমি এই বছর বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারব না। যাঁরা সারাদিন ধরে আমার জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও লিখেছেন, “পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বাস করুন, আমি আপনাদের না দেখে যতটা কষ্ট পাব, আপনারা হয়তো তার চেয়েও কম পাবেন। খুব ইচ্ছে ছিল দেখা করে ভালোবাসা ভাগ করে নেওয়ার। সবাইকে অনেক ভালোবাসা।”

এদিকে, শুক্রবার সকাল থেকেই শাহরুখ খানের বাড়ির বাইরে জমে গিয়েছিল অগণিত ভক্তদের ভিড়। পুলিশের একাধিক অনুরোধ সত্ত্বেও অনেকে রাস্তা ছাড়তে রাজি হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে রাস্তা সাময়িকভাবে বন্ধ করতে হয়। কেউ-কেউ আবার সরাসরি সৈকতের দিক দিয়ে মন্নতের দিকে যাওয়ার চেষ্টা করেন।

শাহরুখ খানের ৬০তম জন্মদিন ঘিরে এবারও মুম্বইয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও, প্রিয় তারকার অনুপস্থিতিতে ভক্তদের মধ্যে হতাশা স্পষ্ট। তবে সবাই একবাক্যে বলেছেন, খান সাহেবের নিরাপত্তাই আগে, দেখা হবে আবার আগামী বছর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen