শাহরুখ খানের নতুন লুক ভাইরাল, আবার শুরু হলো King-এর শুটিং!

শুধু লুক নয়, ছবির পরিবেশ এবং কনসেপ্ট নিয়েও ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

September 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৫: বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও ফিরলেন ক্যামেরার সামনে! কাঁধের চোটের কারণে দীর্ঘদিন শুটিং থেকে বিরতি নেওয়ার পর অবশেষে তিনি আবার কাজে ফিরেছেন। সম্প্রতি মুম্বইয়ে তাঁর আসন্ন ছবি King-এর সেটে শাহরুখকে দেখা গেছে, এবং সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

একজন ফ্যান শাহরুখের একটি ছবি তুলেছেন এবং তা বৃহস্পতিবার রাতে Reddit-এ শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, শাহরুখ একটি ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন। তিনি সাদা শার্ট, কালো সানগ্লাস এবং সল্ট-অ্যান্ড-পেপার রঙের ছোট চুলে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন। ছবির চারপাশে ক্যামেরা, লাইট এবং শুটিং সেটের অন্যান্য সরঞ্জাম স্পষ্ট বোঝা যাচ্ছে সেই ছবিতে। যদিও তাঁর হাত এখনও পুরোপুরি ঠিক হয়েছে কি না তা ছবিতে দেখে বোঝা যাচ্ছে না।

এই নতুন লুক দেখে ফ্যানদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই শাহরুখের এই স্টাইলকে বলছেন তাঁর “সিলভার ফক্স এরা”। একজন ফ্যান লিখেছেন, “লুকটা দুর্দান্ত! ছোট চুল আর গ্রে শেড একেবারে পারফেক্ট। আমি সবসময় চাইতাম শাহরুখকে এভাবে দেখতে।” আরেকজন লিখেছে এস আর কে ইজ ব্যাক “SRK is back!” অনেকেই এই লুককে হলিউড তারকা টম ক্রুজের Collateral ছবির আইকনিক গ্রে হেয়ারের সঙ্গেও তুলনা করেছেন।

শুধু লুক নয়, ছবির পরিবেশ এবং কনসেপ্ট নিয়েও ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। এক ফ্যান মন্তব্য করেছেন, “আমার পূর্ণ বিশ্বাস আছে শাহরুখ, সিদ্ধার্থ আনন্দ এবং পুরো টিমের ওপর। আশা করছি ছবির অ্যাকশন আর স্টাইল বলিউডে নতুন দিক দেখাবে।”

King ছবিটি শাহরুখ খানের জন্য বিশেষ কারণ এই ছবিতেই প্রথমবার তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন Pathaan এবং War-এর সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দ। জানা গেছে, ছবিতে আরও থাকবেন জয়দীপ আহলাওয়াত, অর্জুন ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রাঘব জুয়ালসহ আরও অনেকে। এছাড়া দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর থাকবেন ক্যামিও ভূমিকায়।

২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার হিট দেওয়ার পর শাহরুখ খান বড় পর্দায় ফিরছেন King-এর মাধ্যমে। আগামী ২০২৬ সালে মুক্তি পেতে চলা এই অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই ভক্তদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, শাহরুখের এই নতুন অধ্যায় বলিউডে কেমন ঝড় তোলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen