মেসির সঙ্গে হোটেলেই সাক্ষাৎ, যুবভারতীতে না গিয়েই মুম্বই ফিরলেন শাহরুখ

December 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: কথা দিয়েছিলেন আসবেন। এলেনও। ফুটবলের জাদুকরের সঙ্গে দেখা করলেন, ছবি তুললেন, কিন্তু যে মাঠে হাজার হাজার দর্শক তাঁর এবং মেসির যুগলবন্দি দেখার অপেক্ষায় ছিলেন, সেখানে আর পা রাখা হল না শাহরুখ খানের। লিয়োনেল মেসির (Lionel Messi) সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ এবং ফটো সেশনের পর হোটেল থেকেই সরাসরি বিমানবন্দরের পথে রওনা দিলেন বলিউড বাদশা। সঙ্গী হলেন ছোট ছেলে আব্রাম।

চলতি বছর ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের অনুপস্থিতি ভাবিয়েছিল তাঁর অগণিত অনুরাগীদের। সাধারণত প্রতি বছরই এই উৎসবের সূচনা করতে শহরে আসেন তিনি। সেই আক্ষেপ মেটাতেই হয়তো জানিয়েছিলেন, মেসির কলকাতা সফরের সময় তিনি উপস্থিত থাকবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharati Krirangan)। ভক্তদের আশা ছিল, ফুটবলের রাজপুত্র এবং বলিউডের বাদশাকে একই ফ্রেমে দেখার। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেল।

সূত্রের খবর, শহরে পা রেখে সোজা হোটেলে যান শাহরুখ (Shahrukh Khan)। সেখানেই মেসির সঙ্গে একান্তে দেখা করেন তিনি। সঙ্গে ছিল ছেলে আব্রাম। বিশ্বজয়ী ফুটবলারের সঙ্গে আব্রাম ছবি তোলে, লেন্সবন্দি হন শাহরুখ নিজেও। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। কথা ছিল হোটেল থেকে স্টেডিয়ামে যাবেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে মুম্বই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের চরম অব্যবস্থাপনা এবং বিশৃঙ্খলাই এর মূল কারণ। নিরাপত্তার কথা ভেবে এবং আয়োজকদের পরিকল্পনায় গলদ দেখে তড়িঘড়ি স্টেডিয়াম যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen