SRK: গ্লোবাল পিস অনার্সে শহীদদের আবেগঘন শ্রদ্ধা শাহরুখ খানের, শান্তি ও মানবতার বার্তায় আপ্লুত মুম্বাই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: মুম্বাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ অংশ নিয়ে হৃদয়ছোঁয়া বক্তৃতা দিয়ে দেশের শহীদ জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো-সহ ২৬/১১-র মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলা, পহেলগাঁও হামলা (Pahalgam) এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষের স্মরণে মাথা নত করেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
শাহরুখ বলেন, “২৬/১১-র সন্ত্রাসী হামলা, পহেলগাঁও হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে যেসব নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। একই সঙ্গে আমাদের সেই বীর সৈনিকদের প্রতি স্যালুট, যাঁরা দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন।” তাঁর বক্তব্যে উঠে আসে দেশের বীর সেনা ও জওয়ানদের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান। তিনি বলেন, “আজ আমাকে দেশের সাহসী জওয়ানদের উদ্দেশে কয়েকটি লাইন বলতে বলা হয়েছে। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কী করেন, গর্বের সঙ্গে বলবেন, আমি দেশকে রক্ষা করি। কেউ যদি জিজ্ঞেস করে কত উপার্জন করেন, মৃদু হেসে বলবেন, আমি একশো চল্লিশ কোটি মানুষের আশীর্বাদ উপার্জন করি। আর যদি আবারও প্রশ্ন ওঠে, কখনও ভয় লাগে কী না, তখন চোখের দিকে তাকিয়ে বলবেন, যারা আমাদের আক্রমণ করে, ভয় তাদেরই লাগে।”
তিনি আরও বলেন, “আসুন আমরা সকলেই শান্তির পথে হাঁটি। হিংসা, বিভেদ, জাতপাত ভুলে মানবতার পথে এগিয়ে চলি, যাতে আমাদের বীরদের আত্মত্যাগ বৃথা না যায়। আমাদের মধ্যে শান্তি থাকলে ভারতকে কেউ টলাতে পারবে না।” দেশের অটুট মনোবল ও ইউনিফর্ম-পরিহিত বীরদের অবিচল আত্মত্যাগকে প্রণাম জানিয়ে শাহরুখের এই বক্তব্য উপস্থিত সবাইকে আপ্লুত করেছে।