এবার দমদম বিমানবন্দর থেকে সরাসরি মেট্রো যাবে শহিদ ক্ষুদিরাম, জানুন সময়সূচি

December 13, 2025 | 2 min read
Published by: Raj

 

 

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৪৫: পুজোর আগেই চালু হয়েছে দমদম বিমানবন্দর তথা জয়হিন্দ মেট্রো স্টেশন। কিন্তু ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষ (নিউ গড়িয়া) সংস্কারের কাজের জন্য দীর্ঘ কয়েকমাস ধরে বন্ধ থাকায়, এতদিন বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণ কলকাতার শেষ প্রান্ত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল না। যাত্রীদের সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকেই বিমানবন্দর থেকে সরাসরি মেট্রো পৌঁছে যাবে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই সুখবর জানিয়েছে মেট্রো রেল।

মেট্রো কর্তৃপক্ষের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে জয়হিন্দ (বিমানবন্দর) স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত এই সরাসরি পরিষেবা চালু হচ্ছে। এর ফলে নোয়াপাড়ায় নেমে ট্রেন পরিবর্তনের ঝক্কি আর থাকছে না নির্দিষ্ট সময়ের যাত্রীদের জন্য।

একনজরে সময়সূচি:

দিনক্ষণ: পরিষেবাটি চালু হচ্ছে ১৫ ডিসেম্বর, সোমবার থেকে।
সপ্তাহে কতদিন: সোম থেকে শুক্র- সপ্তাহে এই পাঁচদিন পরিষেবা পাওয়া যাবে।
সময়: আপাতত দিনে দুটি মেট্রো জয়হিন্দ থেকে সরাসরি শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে রওনা দেবে।
১. সকাল ৯টা ৩৬ মিনিট: দিনের প্রথম মেট্রোটি জয়হিন্দ থেকে ছেড়ে নোয়াপাড়া হয়ে ব্লু-লাইনের প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে শহিদ ক্ষুদিরামে পৌঁছবে।
২. রাত ৯টা: দ্বিতীয় মেট্রোটি একই রুটে জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে যাত্রা করবে।

মেট্রো সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। কবি সুভাষ স্টেশন পুনরায় চালু হলে বিমানবন্দর থেকে সরাসরি ব্লু লাইনের শেষ প্রান্ত পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, জয়হিন্দ থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার ব্যবস্থা থাকলেও, উল্টো পথে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দর যাওয়ার কোনও সরাসরি মেট্রো এখনই চালু হচ্ছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

এতদিন ইয়েলো লাইন বা বিমানবন্দর রুটটি নোয়াপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল। দক্ষিণ গামী যাত্রীদের নোয়াপাড়ায় নেমে ব্লু লাইনের মেট্রো ধরতে হতো। কবি সুভাষ স্টেশনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই আংশিক রুট পরিবর্তন যাত্রীদের অনেকটা সুরাহা দেবে বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen