মুক্তির দিনেই হিরানি-শাহরুখ জুটির গল্পে মাতল সারা দেশ

এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা রিলিজ হলেও ডানকি ছিল দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে।

December 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুক্তি পেল ২০২৩-এর অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি।’ এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা রিলিজ হলেও ডানকি ছিল দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। এই প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। তাই আকাশসমান প্রত্যাশা নিয়েই মুক্তি পেল। আর মুক্তির পর দর্শক অনুরাগীরা বলছেন যে প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি। সিনেমাহলে দর্শকদের উপচেপড়া ভীড় আর সামাজিক মাধ্যমে সমালোচকদের রিভিউ অন্তত তাই বলছে।

নবীনা সিনেমা হল, কলকাতা

সিনেমার গল্পে শাহরুখ খান পেশায় একজন সেনা অফিসার ছিলেন। সিনেমার গল্পে দারুণ সব টুইস্ট, ভরপুর ইমোশন, কমেডি এবং বেশ কিছু অ্যাকশনও রয়েছে। দর্শকদের জন্য একটি কমপ্লিট প্যাকেজ ডানকি।

এই ছবিতে মনুর চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু, বাল্লি এবং বুগু চরিত্রে অনিল গ্রোভার এবং বিক্রম কোচার ক্যারিয়া। আছেন ভিকি কৌশল, বোমান ইরানি। প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen