আরিয়ানের পর ফের বলিউডে মাদককাণ্ড, রেভ পার্টি থেকে ধৃত শক্তি তনয়

রবিবার ১২ জুন রাতে বেঙ্গালুরুর এক হোটেলের পাবে রেভ পার্টির আসর বসেছিল। ওই রেভ পার্টিতে সিদ্ধান্ত ডিজে হিসেবে আমন্ত্রিত ছিলেন।

June 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর, ছবি সৌজন্যেঃ AFP

মাদককাণ্ড কিছুতেই যেন বলিউডের পিছু ছাড়তে চাইছে না। শাহরুখ পুত্র আরিয়ানের পর এবার মাদককাণ্ডে রেভ পার্টি থেকে ধরা পড়লেন শক্তি তনয়। মাদক গ্রহণের অভিযোগে বলিউড অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করল পুলিশ। বেঙ্গালুরুর এক রেভ পার্টিতে পুলিশি অভিযানে ধরা পড়েন সিদ্ধান্ত। বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পার্টি থেকে সিদ্ধান্তসহ আরও ছজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার ১২ জুন রাতে বেঙ্গালুরুর এক হোটেলের পাবে রেভ পার্টির আসর বসেছিল। ওই রেভ পার্টিতে সিদ্ধান্ত ডিজে হিসেবে আমন্ত্রিত ছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন সিদ্ধান্ত। গ্রেপ্তারির পরে মাদকের পরীক্ষা করানো হলে তার পজিটিভ রিপোর্ট আসে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা ডেকে পাঠিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen