নব্বইয়ের স্মৃতি উস্কে এবার বড় পর্দায় আসছে ‘শক্তিমান’!

সোনি পিকচার্সের সঙ্গে মুকেশ খান্নার প্রযোজনা সংস্থাও গাঁটছড়া বেঁধেছে। এটি একটি ট্রিলজি হতে চলেছে। নামজাদা কেউ পরিচালনা করবেন। তবে শক্তিমানের চরিত্রে কে থাকবেন, সেটা এখনও সামনে আসেনি।

February 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নয়ের দশকের বাচ্চাদের কাছে রবিবার সকাল মানেই ছিল ‘শক্তিমান’। যার লাল পোশাকে বুকের উপর সূর্য থাকত। আর আঙুল আকাশে তুলে পাক খেলেই সে উধাও হয়ে যেত। এবার সেই শক্তিমান আসছে বড়পর্দায়। টেলিভিশনে এই সুপারহিরোর চরিত্রে দেখা যেত মুকেশ খান্নাকে। শক্তিমান আসলে একজন চিত্রসাংবাদিক। যার নাম গঙ্গাধর বিদ্যাধর ওঙ্কারনাথ শাস্ত্রী। প্রযোজনা সংস্থা সোনি পিকচার্স শক্তিমানের বড়পর্দার স্বত্ব কিনে ফেলেছে। মিনিট খানেকের একটি টিজারও প্রকাশিত হয়েছে। যেখানে পেশিবহুল শক্তিমানকে দেখা যাচ্ছে। সোনি পিকচার্সের সঙ্গে মুকেশ খান্নার প্রযোজনা সংস্থাও গাঁটছড়া বেঁধেছে। এটি একটি ট্রিলজি হতে চলেছে। নামজাদা কেউ পরিচালনা করবেন। তবে শক্তিমানের চরিত্রে কে থাকবেন, সেটা এখনও সামনে আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen