ঘরের মাঠেই আজ শেন ওয়ার্নের স্মরণসভা, বিশ্বজুড়ে হবে লাইভ টেলিকাস্ট

চোখের জলে প্রয়াত তারকাকে বিদায় জানাতে মাঠে উপস্থিত থাকবেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ।

March 30, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

শেন ওয়ার্নের স্মরণসভার জন্য প্রস্তুত এমসিজি। এই মাঠেই অজস্র কীর্তি রয়েছে কিংবদন্তি লেগস্পিনারের। প্রথম বোলার হিসেবে টেস্টে সাতশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন এখানেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হ্যাটট্রিকও এসেছিল এই মাঠেই। যা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে তুলেছিল। বুধবার সেই স্মৃতিই উসকে দেবে দু’ঘণ্টার স্মরণসভা। যা সরাসরি সম্প্রচারিত হবে বিশ্বজুড়ে।

চোখের জলে প্রয়াত তারকাকে বিদায় জানাতে মাঠে উপস্থিত থাকবেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে দেখা যাবে ওয়ার্নের তিন সন্তানকেও। গান, স্মৃতিচারণার মধ্যে দিয়ে চলবে বিদায় জানানোর পালা। এমসিজি’র একাংশের নামকরণ হবে ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে। স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তি বসেছে আগেই। সেখানে প্রতিদিনই জমা হচ্ছে ফুলের তোড়া। শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

উল্লেখ্য, গত ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওয়ার্নের। ২০ মার্চ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল একেবারেই ব্যক্তিগত পরিসরে। তবে ওয়ার্নের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না ক্রিকেটমহল। শচীন তেন্ডুলকর ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে বলেছেন, ‘ওয়ার্নের বিরুদ্ধে আমার প্রথম ঠিকঠাক সিরিজ ১৯৯৮ সালে ভারতে। সেই সিরিজকে শচীন বনাম ওয়ার্ন হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। ওর মতো বোলারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতিতে বাড়তি জোর দিয়েছিলাম। শুধু নেটে ঘাম ঝরাইনি, সবসময়ই ভেবেছি ওকে সামলানোর ব্যাপারে। বিপক্ষকে মানসিক চাপে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা ছিল ওয়ার্নের। তাই পরিকল্পনার দিক দিয়ে একধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম। ওর আগে রাফে ফেলে আমাকে আউট করার চেষ্টা কেউ করেনি। তাই সেভাবেই প্রস্তুতি নিতে হয়েছিল।’ গত বছরও ইংল্যান্ডে ওয়ার্নের সঙ্গে আড্ডায় মেতেছিলেন শচীন। যা মনে পড়ছে মাস্টার ব্লাস্টারের, ‘গত আইপিএলের পর লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলাম। তখন ওর সঙ্গে দেখা হয়। ওয়ার্ন মানেই হইচই। চুপচাপ থাকতে পারত না। মজা করত, জোকস বলত। শুধু ক্রিকেটার নয়, ও ছিল দুর্দান্ত গলফারও। ওর মতো প্রাণশক্তিতে ভরপুর একজন আর নেই, এটা মানতে পারছি না। তবে আমাদের হৃদয়ে ও চিরকালই বেঁচে থাকবে।’

ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা বলেছেন, ‘ওয়ার্নের বিরুদ্ধে বেশিরভাগ লড়াইয়ে আমি জিতেছি ঠিকই, কিন্তু ও কখনও হাল ছেড়ে দেয়নি। প্রায়শই অবিশ্বাস্য ডেলিভারি বেরিয়ে আসত ওর হাত থেকে। যার কোনও আভাস মিলত না। ওয়ার্নকে খেলার সময় তাই বরাবর সতর্ক থেকেছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen