হাতের নাগালে দুর্গাপুজো! App নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: আজ মহালয়া। ইতিমধ্যেই একের পর এক পুজোর উদ্বোধন সম্পন্ন হচ্ছে। বিগত কয়েক বছর প্রতিপদ থেকেই ঠাকুর দেখতে নেমে পড়েন আম জনতা। এবারেও তার ব্যতিক্রম হবে না। তাই প্যান্ডেল হপিং-কে সহজ সরল করতে হাজির পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের পর্যটন মন্ত্রক একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যার সাহায্যে কয়েকটি ক্লিকেই পুজোর সব তথ্য মিলবে।

অ্যাপ্লিকেশনের নাম শারদোৎসব। Google Play Store থেকে ‘Sharadotsav’ অ্যাপটি ডাউনলোড করে নেওয়া যাবে। কেবল পুজো প্যান্ডেল গাইড নয়, আরও সুবিধা মিলবে। কোন পুজোয়, কী থিম হয়েছে, তাও জেনে নেওয়া যাবে। অ্যাপের হোম পেজ-এ ‘Gallery’ অপশন-এ ক্লিক করলে ‘Puja Theme 2025’ অপশন পাওয়া যাবে। গত কয়েক বছরের পুরস্কারপ্রাপ্ত পুজো মণ্ডপগুলির নাম, দুর্গাপুজো কার্নিভাল, ইউনেস্কো হেরিটেজ সংক্রান্ত তথ্য, ছবি, ভিডিও সব থাকছে অ্যাপে। ব্যবহারকারীরা এক পলকে কলকাতার পুজো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সেই অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন প্যান্ডেল হপিংয়ের রুট ম্যাপ।

সহজেই জানা যাবে কোথায় কোন পুজো, নিকটবর্তী এলাকায় কোন পুজো রয়েছে, জোন ভিত্তিক পুজো ম্যাপও মিলবে।অ্যাম্বুল্যান্স, ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল, মেট্রো রেল, ফায়ার স্টেশন, পুলিশ ইত্যাদি জরুরি পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর ও যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে। ফলে ঘুরতে বেরিয়ে সমস্যায় পড়লেও মুশকিল আসান হবে অ্যাপটি!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen