লোকসভায় শপথের মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান শত্রুঘ্নের

প্রথমবারের জন্য আসানসোল আসনটি জিতে নেয় জোড়াফুল শিবির। ৩,০৩,২০৯ ভোটের ব্যবধানে রেকর্ড মার্জিনে জেতেন শত্রুঘ্ন সিনহা।

July 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ ১৮ জুলাই থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। চলতি বাদল অধিবেশনের প্রথমদিনেই শপথ নিলেন লোকসভার নব নির্বাচিত সাংসদেরা। আজকেই শপথ নিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত সাংসদ তথা প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এদিন শপথগ্রহণের শেষ লগ্নে তাঁর মুখে জয় বাংলা স্লোগান শোনা যায়।

প্রসঙ্গত, আসানসোল লোকসভা আসনে তৃণমূল শিবিরের প্রার্থী হন শত্রুঘ্ন সিনহা। প্রথমবারের জন্য আসানসোল আসনটি জিতে নেয় জোড়াফুল শিবির। ৩,০৩,২০৯ ভোটের ব্যবধানে রেকর্ড মার্জিনে জেতেন শত্রুঘ্ন সিনহা।

আসানসোল লোকসভা আসনের সাংসদ রূপে ভারতীয় সংসদে শপথবাক্য পাঠ করেন শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা জয় বাংলা স্লোগান লোকসভায় তুলে তিনি পরিষ্কার করে দিয়েছেন সংসদে তিনি তাঁর নেত্রীর দেখানো পথেই হাঁটবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen