‘নিজেকে উৎসর্গ করেছেন দরিদ্র নারীদের জন্য’, মমতাকে ডি-লিট সম্মান জাপানের বিশ্ববিদ্যালয়ের

November 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট প্রদান করল জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় (okayama university of Japan)। এশিয়ার মধ্যে প্রথম কোনও মহিলাকে এই সম্মান প্রদান করল বিশ্ববিদ্যালয়টি। বুধবার কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর হাতে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো নিজে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছেন রাজ‍্যের গরীব মহিলা এবং শিশুদের জন‍্য। সামাজিক সুরক্ষা দিতে বিশেষ করে মহিলা এবং শিশুদের স্বাস্থ্যের উন্নয়নের জন্য প্রকল্প চালু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক স্তরে বিশেষ সম্মান লাভ করেছেন। তাঁর এই লিডারশিপের জন‍্য ও‍কায়ামা বিশ্ববিদ্যালয় এই প্রথম এশিয়ার কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে।”

জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছিলেন ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেখানেই তাঁরা মুখ্যমন্ত্রীর কাজ ও নেতৃত্বে মুগ্ধ হয়ে সম্মান প্রদানের সিদ্ধান্ত নেন। এরপর মে মাসে তাঁকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়। যদিও মমতা জানান, “এই বছর যেতে পারব না বলে জানিয়েছিলাম। এরপর জানানো হয়, আসতে না পারলে আমরা যাব। এরপর কি আর আমি এড়াতে পারতাম! সৌজন্যকে সম্মান জানানো উচিত ছিল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”

সম্মান গ্রহণের পর মুখ্যমন্ত্রী জাপানি ভাষায় ধন্যবাদ জানান। তিনি বলেন, “জাপানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাংলার।” তিনি স্মরণ করেন, একসময় রাসবিহারী বসু ও নেতাজি সুভাষচন্দ্র জাপানে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জাপানি সংস্কৃতির সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, জাপানের একাধিক সংস্থা যেমন মিৎসুবিসি, হিতাচি ভারতে কাজ করছে এবং ওয়েবেলও জাপানি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen