‘নিজের জন্মের ইতিহাস জানেন না’, মহুয়া মৈত্রকে অশালীন আক্রমণ বিজেপির এই সাংসদের

নদিয়ার কৃষ্ণনগরের এই মহিলা তৃণমূল সাংসদ সম্পর্কে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন এক বিজেপি সাংসদ।

September 1, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

“মহুয়া মৈত্র নিজের জন্মের ইতিহাস জানেন না। কোথায় জন্মেছেন সেটাই
তিনি জানেন না।’ নদিয়ার কৃষ্ণনগরের এই মহিলা তৃণমূল সাংসদ সম্পর্কে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন এক বিজেপি সাংসদ। জেলারই রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সব শালীনতার মাত্রা ছাড়িয়ে এই মন্তব্য করেছেন সম্প্রতি মহুয়া মৈত্র বিজেপি সম্পর্কে কটুক্তি করে বলেন, “বিজেপি নেতারা গোমুত্র খেয়ে এবং গোবর মাথায় দিয়ে কী বলেন, সেটা তারাই জানেন। তাই বিজেপির মন্তব্যে তিনি উত্তর দেবেন না।’

তারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ সরকার এই ভাষায় মহুয়া মেত্রকে আক্রমণ করে বলেন, “তর নিজের জন্মের ইতিহাস তিনি জানেন না। কোথায় জন্মেছেন তাও তিনি জানেন না। ভারতবর্ষে জন্মানোর পরে পঞ্চগব্য খাওয়ানো হয়। পঞ্চগব্যের মধ্যে থাকে দুধ, ঘি, গোমুত্র গোবর। অর্থাৎ গরুরই পাঁচটা জিনিস খাওয়ানো হয়। জন্মের সময় খাওয়ানো হয় এটা তিনি ভুলে গেছেন। এটা ভারতবর্ষের কালচারের মধ্যেই আছে। মহুয়া মৈত্র কী বলেন আমি নিজেও জানি না এবং ওর কথায় জবাব দেওয়ার মতো ভাষা আমার নেই।’

মহুয়া মৈত্রকে তৃণমুল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি করার প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণে ওরা হাল ছেড়ে দিয়েছে। এখন ভারতীয় জনতা পার্টির বদনাম করে যদি কিছুটা বিশ্বাস অর্জন করা যায় সেই কারণে চরিত্র হরণের পালায় তারা নেমেছেন। এসব করে কিছু হবে না। শূন্য নিয়েই তাদের থাকতে হবে। নদিয়া জেলার চৈতন্যের জেলা। এখানে কাজির শাসন চলবে না। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই এর জবাব ষোল আনাই তুলে নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen