BJP-কে হারাতে নয়, মানুষের মন জয় করতে এসেছেন – প্রচারে এমনই দাবি রচনার

পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা করে ভোটপ্রচার সারেন রচনা।

April 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মানুষের মন জয় করতে এসেছেন – প্রচারে এমনই দাবি রচনার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনে হুগলি আসন থেকে প্রার্থী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রতিপক্ষ তাঁরই সতীর্থ লকেট চট্টোপাধ্যায়। লকেটের বিরুদ্ধেই ভোটযুদ্ধে নেমে রচনা, হুগলির অলিগলি জুড়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রচারে নেমে অসংখ্য বিতর্কে জড়িয়েছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়েছে। তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে নেটপাড়ায় ট্রোল-মিমের বন্যা বয়ে গিয়েছে। হাল ছাড়ার পাত্রী নন দিদি নম্বর ওয়ান। পান্ডুয়ায় প্রচারে এসে বললেন, তিনি বিজেপিকে হারাতে আসেননি, মানুষের মন জয় করতে এসেছেন।

পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা করে ভোটপ্রচার সারেন রচনা। ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে মিশে যান রচনা। গরমের মধ্যেও তৃণমূলের প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় জমান গ্রামের মহিলারা। ভোটারদের ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূল প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen