চীনে একফ্রেমে শাহবাজ-মোদী, জিনপিং-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর
১০ মাস পরে ফের মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: ১০ মাস পরে ফের মুখোমুখি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার চীনের তিয়ানজিন শহরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে জিনপিং এবং মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে তিনি স্পষ্টভাবে সীমান্ত সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি।
চীনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর ২৫তম বৈঠক। নজর রয়েছে গোটা বিশ্বের। রবিবার এই সম্মেলনের শুরুতেই আলোচনায় উঠে এল দুই ‘চিরশত্রু’ প্রতিবেশীর মুহূর্ত। দীর্ঘদিন পর বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার একই মঞ্চে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Shehbaz Sharif)।
শনিবার বিশেষ বিমানে চীনে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। রবিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত ফ্যামিলি ফটো সেশনে পাশাপাশি দাঁড়াতে দেখা গেল একাধিক বিশ্বনেতাকে। সেখানেই এক সারিতে দাঁড়ালেন মোদী ও শাহবাজ শরিফ। যদিও তাঁরা একে অপরের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সামনে সারিতে আরও ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, যাঁর সঙ্গে ভারতের সম্পর্ক গত কিছু মাসে শীতল হয়েছে।
জিনপিঙের সঙ্গে বৈঠকে মোদী জানান, ভারত-চিন সীমান্তে শান্তি এবং সুস্থিতি রয়েছে। তিনি বলেন, “সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আমাদের প্রতিনিধিদের (ভারত এবং চিন) একটি বোঝাপড়া হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চিনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের ১৫ জুন গলওয়ানে চিনা হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জওয়ানদের পাল্টা প্রতিরোধে বেশ কয়েক জন চিনা সেনাও নিহত হন। গলওয়ানকাণ্ডের পর থেকেই কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য বৈঠক শুরু হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে চুশুল-মলডো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখার কিছু এলাকা থেকে সেনা সরানো হয়েছিল। ২০২৪ সালের নভেম্বরে সমাপ্ত হয় সেই প্রক্রিয়া।
সাত বছরের প্রধানমন্ত্রীত্বকালে প্রথমবার চিন সফরে গেছেন নরেন্দ্র মোদী। এসসিও বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি। বিগত কয়েক বছরে ভারতের সঙ্গে চীনের সম্পর্কে অবনতি ঘটেছে। মোদীর এই সফর সেই ক্ষততে মলমের কাজ করছে বলেও মনে করছেন কূটনীতিবিদরা।