‘বদলা’র বাংলাদেশে ভোটাধিকার হারালেন শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভোট দিতে পারবেন না। বৃহস্পতিবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দেওয়া হয়েছে। শুধু হাসিনা নন, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে আশ্রিত হাসিনা। তাঁর বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’-র মামলা চলছে আন্তর্জাতিক অপরাধদমন আদালতে। দেশে ফিরলেই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে প্রবাসে থেকেও তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

বাংলাদেশের ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “যারা এনআইডি দিয়ে অনলাইনে নিবন্ধন করবেন, তারাই ভোট দিতে পারবেন। এনআইডি (NID) লক থাকা ব্যক্তিরা পারবেন না।”

শেখ হাসিনা (PM Sheikh Hasina) নেতৃত্বাধীন আওয়ামি লিগ ও ছাত্রলীগ আগেই নিষিদ্ধ হয়েছে। দল ও সংগঠনের বহু নেতা-কর্মী এখন গ্রেপ্তার বা আত্মগোপনে। ওয়াকিবহাল মহলের মতে, হাসিনা ও তাঁর পরিবারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপ আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথে একটি বড় পদক্ষেপ।

প্রশ্ন উঠছে, স্বৈরশাসন হটিয়ে গণতন্ত্রের নামে যে বদলের ডাক দিয়েছিল ছাত্রসমাজ, সেই বাংলাদেশ কি নতুন করে আরেক ‘স্বৈরতন্ত্র’-এর দিকে এগোচ্ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen