Sheikh Hasina: ইউনূসের আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করেছে।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫০: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal – ICT) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের (crimes against humanity) মামলায় অভিযুক্ত করেছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকারের অঙ্গ, এবং রাষ্ট্রপুঞ্জের সঙ্গে এর কোনরকম যোগাযোগ নেই।

গত বছর হওয়া ছাত্র-যুব বিদ্রোহে শত-শত ছাত্রছাত্রীর মৃত্যু নিয়ে দায়ের হওয়া মামলায় ICT-র তিন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে আছেন জাস্টিস গোলাম মোর্তুজা মজুমদার (Justice Golam Mortuza Mozumder), শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ গ্রহণ করেছে।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Asaduzzaman Khan) ও প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (Chowdhury Abdullah Al-Mamun)। মামুন ইতিমধ্যে দোষ স্বীকার করে সরকারি সাক্ষী বা রাজসাক্ষী (state’s witness) হয়ে গিয়েছেন। তিনি এখন জেলে বন্দি। অপর দুই অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান এই মামলায় বর্তমানে অনুপস্থিতিতে বিচারাধীন (trial in absentia)।

শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ই অগাস্ট ভারতে চলে আসেন।

এই ঘটনার পেছনে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। আর সেই ষড়যন্ত্রের ছায়ায় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে মোহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) সম্ভাব্য ভূমিকা।

অনেকেই প্রশ্ন তুলছেন – এই বিচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে কী ইউনূসের ছায়া পড়ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen