Sheikh Hasina: বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা?
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের (crimes against humanity) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন। সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে হাসিনা জানিয়েছেন, তিনি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন। তাঁর স্পষ্ট কথা – “দেশে ফিরে মামলার মোকাবিলা করব, দেখব কত ধানে কত চাল।”
এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ (Awami League) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (International Crimes Tribunal) চলমান মামলাগুলিকে অবৈধ বলে দাবি করে এসেছে এবং এসব বিচার বয়কট করার ডাক দিয়েছিল।
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের (crimes against humanity) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সরকার নিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম (Tajul Islam) আদালতে সওয়াল করে হাসিনাকে দোষী সাব্যস্ত করার পক্ষে জোরাল যুক্তি দেন। বিপরীতে, আরেক সরকার নিযুক্ত আইনজীবী আমির হোসেন (Amir Hossain) আদালতে হাসিনার নির্দোষতার পক্ষে সওয়াল করেন। অর্থাৎ, একই মামলায় রাষ্ট্রপক্ষের দুই আইনজীবী দুই বিপরীত অবস্থান নিয়েছেন।
সোমবারের ভাষণে শেখ হাসিনা আবারও এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন। কিন্তু পাশাপাশি জানিয়ে দেন, তিনি দেশে ফিরেই আদালতের মুখোমুখি হবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। উল্লেখযোগ্যভাবে, আদালত অবমাননার (contempt of court) এক মামলায় ইতিমধ্যেই তাঁকে ছয় মাসের কারাদণ্ড (6-month jail sentence) দিয়েছে ট্রাইব্যুনাল।
এই পরিস্থিতিতে হাসিনার এই ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলেই দেখছেন অনেকেই। একদিকে যেখানে তাঁর দল ট্রাইব্যুনালের বৈধতা মানছে না, অন্যদিকে নিজে মামলার মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়ে তিনি এক নতুন বার্তা দিলেন বাংলাদেশবাসীকে।