সুকান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মমতাকে চিঠি শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির

এক শিখ পুলিশ অফিসারের দিকে চপ্পলের প্রতীকী ছোড়ার ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল বাংলার রাজ্য রাজনীতি

July 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: গত ১২ জুন মহেশতলা (Maheshtala) কান্ড নিয়ে ভবানীপুরে বিজেপির মিছিল থেকে এক শিখ পুলিশ অফিসারের দিকে চপ্পলের প্রতীকী ছোড়ার ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল বাংলার রাজ্য রাজনীতি। আজ এই ঘটনার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। চিঠিতে তারা জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির (Sukanta Majumder) বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ এই ঘটনা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি তাদের নজরে এসেছে, কলকাতায় প্রাক্তন বিজেপি সভাপতি একজন কর্মরত শিখ পুলিশ অফিসারকে লক্ষ্য করে আক্রমণ করেছেন। শিখ পুলিশ অফিসারের পাগড়িতে হাওয়াই চটির কাটআউট ছুঁড়ে মারার ঘটনা অসম্মানজনক। তাঁর এই কাজ সমগ্র শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যার ফলে শ্রী গুরু সিং সভা, কালীঘাট, কলকাতার সচিব ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে একটি এফআইআর করেছেন। বিজেপি নেতার এই কাজ অত্যন্ত লজ্জাজনক। বিশেষ করে একজন জনপ্রতিনিধির এই ধরনের কাজ অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।

একটি স্মারকলিপির মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যে, দেশের সম্প্রীতি রক্ষার জন্য সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

কি ঘটেছিলো:

গত ১২ জুন মহেশতলা কান্ড নিয়ে ভবানীপুরে বিজেপির একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলের গন্তব্যস্থল ছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ি। সেই সময় পুলিশ তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলার সময় ‘হাওয়াই চটি’র প্রতীকী ছোড়েন বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনাচক্রে সেটি গিয়ে পড়ে শিখ সম্প্রদায়ের এক পুলিশ কর্মীর পাগড়িতে! আর তারপরেই শুরু হয় বিতর্ক। এরপর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুদ্বারের প্রতিনিধিরা, সেখানেই তারা নিজেদের ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বিভিন্ন গুরুদ্বার কমিটিও তার বিরুদ্ধে FIR করে, তবে এরপর ক্ষমা চেয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন সুকান্ত। তবে তারপরেও যে বিষয়টা সহজ হয়নি তা আজকের চিঠিতে স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen