সাংঘাতিক! Facebook Live চলাকালীন গুলি শিবসেনা নেতাকে- দেখুন ভিডিও

এক আধিকারিক জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে দহিসার এলাকার এমএইচবি কলোনি থানা এলাকায়।

February 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা বিনোদ ঘোসালকরের ছেলে এবং প্রাক্তন কাউন্সিলর অভিষেককে বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি Facebook Live চলাকালীন গুলি করে। গুলি করার পর হামলাকারী আত্মহত্যা করে। মর্মান্তিক ঘটনার ভিডিওও সামনে এসেছে। বর্তমানে ঘোসালকরের ছেলে অভিষেককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে।



এক আধিকারিক জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে দহিসার এলাকার এমএইচবি কলোনি থানা এলাকায়। অভিষেক যখন ফেসবুকে লাইভে ছিলেন তখনই এই ঘটনা ঘটে। অভিষেক লাইভ শেষ করার সাথে সাথেই হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনটি গুলিবিদ্ধ হয়েছেন শিবসেনা নেতা। হামলাকারীর নাম মরিস নরোনহা।

অভিষেক ঘোষালকারকে গুলি করার পর অভিযুক্ত মরিস নরোনহা আত্মহত্যা করেন। তার মরদেহ হাসপাতালে আনা হয়েছে। ঘটনার সময় অভিষেক হামলাকারীর সঙ্গে ফেসবুক লাইভ করছিলেন। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen