অনুরাগের পর বেফাঁস শিবরাজ, ‘পুষ্পক’ নিয়ে কী দাবি BJP-র মন্ত্রীর?

উল্লেখ্য, ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথমবার আকাশে বিমান উড়িয়েছিলেন মার্কিন বিজ্ঞানী দুই ভাই অরভিল ও উইলবার রাইট। সেখানেই পৌরাণিক কাহিনির প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩১: সম্প্রতি হনুমানকে বিশ্বের প্রথম মহাকাশচারী বলে আখ্যা দিয়েছেন গেরুয়া নেতা অনুরাগ ঠাকুর। এবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বেফাঁস মন্তব্য করে বসলেন পুষ্পক নিয়ে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কার্যত কেড়ে নিয়েছেন রাইট ভাইদের যুগান্তকারী আবিষ্কারের কৃতিত্ব। উল্লেখ্য, ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর প্রথমবার আকাশে বিমান উড়িয়েছিলেন মার্কিন বিজ্ঞানী দুই ভাই অরভিল ও উইলবার রাইট। সেখানেই পৌরাণিক কাহিনির প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

ভোপালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (IISER) অনুষ্ঠানের মঞ্চে তিনি দাবি করলেন, ‘রাইট ব্রাদার্সের আবিষ্কারের বহু কাল আগেই ভারতে বিমান ছিল। তা হল পুষ্পক। একটা কথা মাথায় রাখতে হবে, হাজার হাজার বছর আগে থেকেই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি অনেক উন্নত।’ IISER-র অনুষ্ঠান পড়ুয়াদের উদ্দেশে শিবরাজ বলেন, রাইট ভাইদের আবিষ্কারের বহু আগেই ভারতের কাছে পুষ্পক বিমান ছিল। আজ যে সমস্ত ড্রোন, ক্ষেপণাস্ত্র রয়েছে, তা হাজার বছর আগেও ছিল। মহাভারতে এই সমস্ত কিছুর উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, এসব তিনি পড়েছেন।

হিন্দুত্বের জিগির তুলতে গেরুয়া নেতা-মন্ত্রীরা পুরাণকেই বিজ্ঞান হিসাবে দাবি করেন। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং আইআইটি (IIT) পড়ুয়াদের পুষ্পক রথ সম্পর্কে শিক্ষাদানের কথা বলেছিলেন। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর হনুমানকে বিশ্বের প্রথম মহাকাশচারী হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েন। এবার ফের একই রকম বিতর্কে জড়ালেন আর এক গেরুয়া মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen