রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর দাবি শিবসেনারও

এছাড়াও নানা ইস্যুতে ঘাসফুল শিবিরকে সমর্থন করেছে উদ্ধব থ্যকারের দল।

May 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi


পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সরানোর দাবি তুলল শিবসেনা (ShivSena)। তাদের অভিযোগ, রাজ্যপাল পশ্চিমবঙ্গে (West Bengal) রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন।

বুধবার এই নিয়ে দলীয় মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে অশান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। রাজ্যপালকে এখনই অপসারণ করতে হবে।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শিবসেনা সমর্থন করেছিল।

এছাড়াও নানা ইস্যুতে ঘাসফুল শিবিরকে সমর্থন করেছে উদ্ধব থ্যকারের দল। সম্প্রতি নারদ কাণ্ডে সিবিআই যেভাবে রাজ্যের চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছে, তাকে সামনায় ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিজেপির দুই বর্তমান বিধায়ক মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হল না, শিবসেনা সেই প্রশ্নও তুলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen