ইভিএমের পরিবর্তে ব্যালট, বাজেট অধিবেশনে বিল পেশ করতে পারে শিবসেনা

শিবসেনার দাবি বিধায়কদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইভিএমে(EVM) কারচুপি হচ্ছে বলে ব্যালটে ভোট(Ballot Vote) করানোর(COVID19) দাবিতে লোকসভা ভোটের আগে থেকেই সরব হয়েছিল বিরোধীরা। এবার সেই পথেই হাঁটতে চলেছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray) সরকার। নির্বাচনে ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট করানোর প্রস্তাব রাজ্যের বাজেট অধিবেশনে পেশ করতে চলেছে শিবসেনা(Shivsena) সরকার। বিলে ইভিএমের পাশাপাশি ব্যালটও রাখার কথা উল্লেখ করা হচ্ছে।
রাজ্যের নির্বাচনের জন্য মহারাষ্ট্র সরকার এই বিল পেশ করছে। তবে কোনও রাজ্য সরকার এই বিল পেশ করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরে শিবসেনার তরফে বলা হয়েছে সংবিধানের ৩২৮ নম্বর ধারা রাজ্য সরকারগুলিকে এই অনুমতি দিয়েছে। তবে শিবসেনার দাবি বিধায়কদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen