মুক্তির তারিখ ঘোষণার পরই ধাক্কা, ‘দৃশ্যম ৩’- থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: অজয় দেবগনের ঘোষণার পরেই দৃশ্যম ৩ নিয়ে সিনেমা জগতে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। তবে মুক্তির তারিখ ঘোষণার কয়েক দিনের মধ্যেই বড় চমক—ছবি থেকে সরে দাঁড়ালেন অক্ষয় খান্না। একাধিক প্রতিবেদনে দাবি, পারিশ্রমিক সংক্রান্ত মতবিরোধই এই বিচ্ছেদের মূল কারণ।

সূত্রের খবর, ধুরন্ধর এবং ছাবা—দু’টি ছবির সাফল্যের পর নিজের পারিশ্রমিক নতুন করে নির্ধারণ করতে চেয়েছিলেন অক্ষয়। সেই অনুযায়ী দৃশ্যম ৩-এর জন্য তিনি ২১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন। কিন্তু ছবির বাজেটের কথা মাথায় রেখে নির্মাতারা সেই দাবি মানতে রাজি হননি। তাঁদের যুক্তি ছিল, এত বড় অঙ্কে পারিশ্রমিক দিলে গোটা প্রজেক্টটাই বাজেটের বাইরে চলে যাবে। অন্যদিকে অক্ষয় মনে করছিলেন, সাম্প্রতিক সাফল্যের পর তাঁর উপস্থিতিই ছবির উত্তেজনা কয়েক গুণ বাড়াবে।

এক রিপোর্ট অনুযায়ী, পারিশ্রমিক ছাড়াও আরও একটি বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। অক্ষয় খান্না চরিত্রের জন্য উইগ পরতে চেয়েছিলেন, কিন্তু নির্মাতারা তাতে আপত্তি জানান। কারণ দৃশ্যম ২-এ তাঁকে উইগ ছাড়াই দেখা গিয়েছিল।

শেষ পর্যন্ত দু’পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। তবে সূত্রের দাবি, বিচ্ছেদ হলেও সম্পর্কের টানাপড়েন নেই, ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার আশা দু’পক্ষেরই।

উল্লেখ্য, ২০২২ সালে আইজি তরুণ আহলাওয়াত চরিত্রে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন অক্ষয় খান্না। সামনে তাঁকে দেখা যাবে মহাকালি-তে, যা তাঁর তেলুগু ডেবিউ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen