মধ্য কলকাতায় জাদুঘরের পাশেই জওয়ানের গুলিতে হত ১, জেনে নিন কেন
সূত্র মারফতই জানা গিয়েছে, গুলিতে আর এক জন আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে নিহতের নাম রঞ্জিত সরঙ্গি
August 6, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আজ সন্ধ্যায় ভারতীয় জাদুঘরের কাছে সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী) ব্যারাক লক্ষ্য চলল গুলি। অভিযোগ উঠছে যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানই কর্তব্যরত সহকর্মীদের নিশানা করে গুলি চালিয়েছেন। এই ঘটনায় প্রাথমিকভাবে দুই জন গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে এক জনের মৃত্যু হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর। সূত্র মারফতই জানা গিয়েছে, গুলিতে আর এক জন আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে নিহতের নাম রঞ্জিত সরঙ্গি। গুলিতে জখম হন রাজ্য পুলিসের আধিকারিক সুবীর ঘোষ৷