White House-র অদূরে গুলি, ধৃত অভিযুক্ত আফগান নাগরিক, কী বলছেন ট্রাম্প?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: হোয়াইট হাউসের (White House) কয়েক ব্লক দূরে চলল গুলি। জানা গিয়েছে, ডাউনটাউন এলাকায় বন্দুকবাজের গুলিতে দুই ন্যাশনাল গার্ডের (National Guard) সদস্যের মৃত্যু হয়েছে। হোয়াইট হাউসের অদূরে ফারাগুট স্কোয়ারের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম রহমানুল্লাহ লাকানওয়াল (Rahmanullah Lakanwal)। তিনি একজন আফগান নাগরিক। ২০২১ সালে ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানা যায়। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, ১৭তম স্ট্রিট এবং আই স্ট্রিট এনডব্লিউ-র কাছে ন্যাশনাল গার্ডের সদস্যরা যখন হাই-ভিজিবিলিটি পেট্রোল-এ ছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত বন্ধুকবাজ সরাসরি দুই সেনার দিকে গুলি চালায়। দুই ন্যাশনাল গার্ডের সদস্যেরই মৃত্যু হয়। গুলিবিদ্ধ অভিযুক্তও গুরুতর আহত এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মহিলা। তাঁদের রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুল্যান্সে তোলার ছবি সামনে এলেও, তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রথমে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁরা মৃত।
FBI এই ঘটনাকে জঙ্গি কার্যকলাপ রূপে দেখছে। ঘটনার পর থেকে হোয়াইট হাউস এবং পার্শ্ববর্তী ফেডারেল ভবনগুলি সাময়িকভাবে লকডাউন করা হয়। ওয়াশিংটন ডিসির নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এই বন্দুকবাজদের পশু বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর হুঁশিয়ারি, যারা এই হামলায় যুক্ত, তাদের কঠোর মূল্য দিতে হবে। সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ তিনি লেখেন, “যে পশু দুই ন্যাশনাল গার্ডসম্যানকে গুলি করেছে, গুরুতর জখম হলেও তাকে কঠোর মূল্য দিতে হবে। দুই ন্যাশনাল গার্ডসম্যান গুরুতর আহত হয়েছেন… ঈশ্বর আমাদের ন্যাশনাল গার্ড এবং আমাদের সমস্ত সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার মঙ্গল করুন। ওঁরা সত্যিই মহান।”