মহালয়ায় খাস কলকাতায় Shootout! দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

September 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২: মহালয়ার সকালে খাস কলকাতায় শুটআউট! রবিবার, সকালে চারু মার্কেট (Charu Market) এলাকায় একটি জিমে ঢুকে পরপর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এ ঘটনায় কারও আঘাত লাগেনি। তবে দুষ্কৃতীরা এখনও অধরা। হেলমেট, রেনকোট পরে জিমে ঢুকে পরপর গুলি চালায় তারা। দুষ্কৃতীদের নিশানায় ছিলেন জিমের মালিক। চারু মার্কেটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার উপরেই রয়েছে জিমটি। রবিবার, অনেকেই গিয়েছিলেন মেদ ঝরাতে। দু’জন হেলমেট ও রেনকোট পরে বাইকে করে জিমে আসেন। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে জিমের ভিতর ঢোকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিমের মালিকের খোঁজ করছিল দুষ্কৃতীরা। তাঁর নাম ধরে ডাকা হচ্ছিল।
প্রথমে জিমের একজন কর্মচারীর কাছে মালিকের খোঁজ নেন। এরপর পরপর দু’টি গুলি চালানো হয়। তারপর বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেন তারা।

ঘটনাস্থল থেকে গুলির দু’টি খোল উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি। কী কারণে এই ঘটনা তাও বুঝতে পারছেন না জিমের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চারু মার্কেট থানার আধিকারিকরা জানিয়েছেন, দুষ্কৃতীদের উদ্দেশ ও ঘটনা এবং বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিমের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তাঁরা। দ্রুত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen