নতুন রূপে ক্রাইম থ্রিলার, মুক্তি পেল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-এর ট্রেলার
গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

পুজোর (Durga Puja 2021) আগে একের পর এক বাংলা ছবির (Bengali Films) মুক্তি। শীঘ্রই মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র টানটান ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। ছবিটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।
২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন ‘চন্দ্রকান্ত’-কে। ‘ষড়রিপু’ ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।
পুজোর (Durga Puja 2021) আগে একের পর এক বাংলা ছবির (Bengali Films) মুক্তি। শীঘ্রই মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র টানটান ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। ছবিটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।
২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন ‘চন্দ্রকান্ত’-কে। ‘ষড়রিপু’ ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল ‘ষড়রিপু ২: জতুগৃহ’-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।
ছবির বেশ কিছুটা অংশ কালিম্পঙে শ্যুটিং করা হয়েছে। এই ছবি হিট হলে ‘ষড়রিপু ৩’-ও ৈতরি করবেন পরিচালক। এরই সঙ্গে দীর্ঘদিন পর ফের বড়পর্দায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে দর্শক পাবেন, তা অবশ্যই বড় পাওনা। ছবির ট্রেলার উঠে এসেছে ষড়রিপু কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য-এর কথা। ট্রেলারে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে বলতে শোনা গেল মানুষের সব অপরাধের পিছনে ষড়রিপুর কাজের কথাও।