প্রার্থীর গাড়িতে গুলি, ছাপ্পা ভোট, EVM ভাঙচুরের অভিযোগ! কেমন হল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচন?

বুধবার গোটা দিনজুড়ে নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে।

November 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩৮ আসনে ভোট হল। ভোটদানের হার ৬৮ শতাংশ। দুই রাজ্যেই ভোট শুরুর পর বুধবার গোটা দিনজুড়ে নানা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রে কোথাও প্রার্থীর গাড়িতে গুলি চলেছে, কোথাও ইভিএম ভাঙচুর, ছাপ্পা ভোট, বুথের সিসিটিভি ক্যামেরা নিষ্ক্রিয় করে রাখার মতো অভিযোগ উঠেছে। ঝাড়খণ্ডে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে লাতেহার জেলায় পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।

অশোক সুগার মিল এলাকায় মহারাষ্ট্রে শ্রীরামপুর আসনে শিবসেনা (শিন্দে শিবির) প্রার্থী ভাউসাহেব কাম্বলের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পারলি বিধানসভা কেন্দ্রের ব্যাঙ্ক কলোনি এলাকায় এনসিপি (শারদ পাওয়ার) কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনান্দুরের একটি বুথে তাণ্ডব চালানো হয়। ইভিএম ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। পারলিরই ধর্মাপুরীতে একটি বুথের ভিতরে সিসি ক্যামেরাকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ উঠেছে। এনসিপি (শারদ পাওয়ার) প্রার্থী রাজেসাহেব দেশমুখ ভোটকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তুমুল উত্তেজনা তৈরি হয় ইয়েভলা বিধানসভা কেন্দ্রের একটি বুথে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে দেওঘর জেলার মধুপুরের এক প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন। জানা গিয়েছে, ওই আধিকারিক ইভিএমের খুব কাছে বসে ছিলেন। তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen