দিশা পাটানির বাড়ির বাইরে গুলি, গ্যাংস্টারদের হুমকি: ধর্ম অবমাননার অভিযোগে তীব্র বিতর্ক

September 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বরেলীতে। শুক্রবার রাতে বরেলীর সিভিল লাইনস এলাকার ভিলা নম্বর ৪০-এর বাইরে এই গুলি চালানো হয়। শোনা যাচ্ছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে।

রোহিত গোদারা গ্যাং ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দায় স্বীকার করে জানিয়েছে, “আজ যে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা আমরা পরিকল্পনা করে করেছি। আমাদের পূজ্য সন্ত প্রেমনন্দজি মহারাজ এবং অনিরুদ্ধাচার্যজি মহারাজকে অপমান করা হয়েছে। এই ধরনের ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না। আজকের ঘটনাটি কেবলমাত্র একটি ট্রেলার। ভবিষ্যতে যদি দিশা বা বলিউডের অন্য কেউ আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে, তবে কাউকেই ছাড়া হবে না।”

এই ঘটনার সূত্রপাত দিশার বড় বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে ঘিরে। খুশবু কিছুদিন আগে আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের একটি বক্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন। ওই গুরু মন্তব্য করেছিলেন যে,“২৫ বছরের বেশি বয়সী অবিবাহিত মেয়েরা বা যারা লিভ-ইন সম্পর্কে থাকে তারা চার জায়গায় মুখ মারে।” খুশবু পাল্টা জবাব দিয়ে বলেছিলেন, “এই ধরনের মন্তব্য মহিলাদের প্রতি চরম অপমানজনক এবং দেশের জন্য ক্ষতিকারক। আমি যদি সামনাসামনি থাকতে পারতাম, তাকে তার ব্যবহৃত শব্দের মানে বুঝিয়ে দিতাম।”

তবে খুশবুর এই মন্তব্য পরে সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে ছড়ানো হয় এবং দাবি করা হয় যে, তিনি প্রেমনন্দজি মহারাজকে অপমান করেছেন। গ্যাংস্টারদের দাবি, এই ‘অপমানের’ জবাব দিতেই গুলি চালানো হয়েছে।

ঘটনার পর দিশা পাটানি বা খুশবু পাটানির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, বরেলী পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই ঘটনা বলিউড এবং সমাজে এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে দিশা এবং খুশবুর সমর্থনে মুখ খুলেছেন, অন্যদিকে গ্যাংস্টারদের প্রকাশ্য হুমকি নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen