“আধার কার্ড থাকলেই কি ভোটাধিকার দিতে হবে?”, প্রশ্ন শীর্ষ আদালতের

November 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩১: নাগরিকত্বের প্রমাণে কি আধার কার্ডের ভূমিকা রয়েছে? বাংলা, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের দায়ের করা SIR সংক্রান্ত মামলার শুনানিতে এ প্রশ্নের স্পষ্ট জবাব দিল আদালত। দেশের শীর্ষ আদালতের মতে, আধার কার্ড কখনওই নাগরিকত্বকে সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারে না। সুপ্রিম কোর্টের প্রশ্ন, “আধার কার্ড থাকলে কি ভোটাধিকার দিতে হবে?”

মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য ছিল, বৈধ নথির তালিকায় আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হোক। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আধার কার্ড হল এমন একটি বিষয়, যার মাধ্যমে সরকারি সুযোগসুবিধা পাওয়া যায়। জনকল্যাণমুখী প্রকল্পের জন্য এটা তৈরি। ধরুন প্রতিবেশী দেশের কোনও বাসিন্দা, কেউ শ্রমিক হিসাবে কাজ করেন। আপনারা রেশনের জন্য আধার দিচ্ছেন। এটা আমাদের সাংবিধানিক নীতির অংশ। শুধুমাত্র আধার কার্ড দেওয়া হয়েছে বলে কি তাঁকে ভোটার হিসাবেও গণ্য করা উচিত?”

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আর এক বিচারপতি দীপঙ্কর বাগচি স্পষ্ট জানান, কোনও ভোটারের নথিপত্র ঠিক রয়েছে কি-না, তা যাচাই করার সাংবিধানিক এক্তিয়ার আছে নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, “আধার কার্ড কখনওই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। সেই কারণেই আমরা বলেছি, এই তালিকার মধ্যে অন্যতম একটি নথি হতে পারে। একমাত্র নথি নয়। যদি কারও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাঁকে নোটিশ দিতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen