শ্রদ্ধা কাপুরের প্রেমের স্বীকারোক্তি,পাত্র কে জানেন?

September 26, 2025 | < 1 min read
Published by: Ritam
শ্রদ্ধা কাপুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: বলিউড তারকা শ্রদ্ধা কাপুর অবশেষে তাকে নিয়ে চলা মাসের পর মাসের জল্পনার অবসান ঘটালেন। বৃহস্পতিবার তিনি নিজের ইনস্টাগ্রামে এক মজার ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে ক্যামেরার দিকে খেলাচ্ছলে তাকিয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি শ্যুট করেছেন তার বিশেষ মানুষ রাহুল মোদি। ভিডিওতে এক সময় শ্রদ্ধা মজার ছলে বলেন, “হাট্ট”, যা মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয়। ভিডিওর উপরে লেখা ছিল, “এমন কাউকে একজন খুঁজে নাও যে এই নখরা সহ্য করতে পারে”, আর সেখানে তিনি রাহুলকে ট্যাগও করেন। ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন, “এমন ‘হাট্ট’ শোনার লোক কার কার কাছে আছে?” যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

এই’ ঘটনার পরে ভক্তদের প্রতিক্রিয়া ছিল দারুণ। কেউ লিখেছেন, “এগুলো নখরা নয়, একে কিউটনেস বলে”

 

শ্রদ্ধা এবং রাহুলের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০২৪ সালের শুরুতে, যখন তাদের মুম্বইতে ডিনার ডেট থেকে বের হতে দেখা যায়। এরপর তারা একসাথে হাজির হন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এবং বেশ কয়েকটি প্রাইভেট মুভি স্ক্রিনিংয়েও।

 

গত ডিসেম্বরে শ্রদ্ধা একটি বড়া পাভ ডেটের ছবি পোস্ট করে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দেন। এছাড়াও, একবার ভুলবশত নিজের ফোনের ওয়ালপেপারে রাহুলের ছবি দেখিয়ে ভক্তদের মধ্যে আরও উন্মাদনা ছড়িয়ে দেন।

 

রাহুল মোদি, যিনি পেশায় একজন স্ক্রিপ্টরাইটার, এতদিন পর্যন্ত বেশ নীরব ছিলেন। তবে শ্রদ্ধার এই মজার পোস্ট এবং তাদের একসাথে ঘোরাঘুরির মুহূর্তগুলো প্রমাণ করছে, বলিউডে নতুন এক তারকা প্রেম কাহিনি জমে উঠেছে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen