গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের জমকালো সূচনা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে মুখোরিত স্টেডিয়াম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: আজ, ৩০ সেপ্টেম্বর ২০২৫, আনুষ্ঠানিকভাবে শুরু হলো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। গুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত,সেলিব্রিটিদের উপস্থিতিতে ভরে উঠল স্টেডিয়াম। ভারতের সঙ্গে শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে এটি ইতিহাসে প্রথমবার।
আজকের দিনটির অন্যতম বড় আকর্ষণ ছিল জাতীয় সঙ্গীত পরিবেশনা। ভারতের ‘জন গণ মন’ পরিবেশন করলেন জনপ্রিয় প্লেব্যাক তারকা বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল, আর শ্রীলঙ্কার ‘শ্রীলঙ্কা মাতা’ গাইলেন নুয়ান্ধা সেনারথনে। দুই দল মাঠে নামতেই আবেগঘন পরিবেশে গ্যালারি ভরে ওঠে উচ্ছ্বাসে।
View this post on Instagram
এর আগে উদ্বোধনী মঞ্চে শ্রদ্ধা জানানো হয়েছিল সম্প্রতি প্রয়াত ও অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে। তাঁর স্মৃতিতে বিশেষ সঙ্গীত পরিবেশন করেন পাপন , জয় বড়ুয়া এবং শিলং চেম্বার কায়ার। শ্রেয়া ঘোষাল নিজেও গেয়েছেন অফিসিয়াল বিশ্বকাপ সংগীত “ব্রিং ইট হোম” যা অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে। জুবিন গর্গকে উৎসর্গ করা সম্মিলিত পরিবেশনা সমগ্র অনুষ্ঠানকে করে তোলে আরও আবেগঘন, আবার একই সঙ্গে ক্রিকেট উৎসবের এক নতুন আবহও সৃষ্টি করে।
প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ভারত ব্যাট হাতে এদিন শুরু করবে বিশ্বকাপ অভিযান। দর্শকদের প্রত্যাশা, টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবেই ভারত দারুন শুরু করবে।
উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যও অনুষ্ঠানে গুরুত্ব পেয়েছে। লোকনৃত্য, আলো-ঝলমলে ভিজ্যুয়াল, এবং আঞ্চলিক সংগীতের ছোঁয়ায় উদ্বোধনী অনুষ্ঠান কেবল একটি ক্রীড়া ইভেন্ট নয়, বরং সমগ্র অঞ্চলের সংস্কৃতির এক রঙিন প্রদর্শনীতে পরিণত হয়েছে।