সিডনির হাসপাতালে আইসিইউ-তে শ্রেয়স আইয়ার, পাঁজরের চোটে রক্তক্ষরণ

October 27, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:০৯: ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার বর্তমানে সিডনির এক হাসপাতালে চিকিৎসাধীন, এবং তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ চলাকালীন পাঁজরে চোট পেয়ে অন্তর্নিহিত রক্তক্ষরণের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার ম্যাচ চলাকালীন অ্যালেক্স কেরিকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে চমৎকার একটি ক্যাচ ধরেন আইয়ার। সেই সময়ই তাঁর বাঁ দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিসিসিআই-এর মেডিক্যাল টিম দ্রুত পদক্ষেপ নেয়। এক সূত্রের খবর, “আইয়ারের শরীরের গুরুত্বপূর্ণ কিছু জায়গা অস্থির হয়ে পড়েছিল। দ্রুত চিকিৎসা শুরু করা না হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারত। আপাতত তিনি স্থিতিশীল আছেন।”

চিকিৎসকরা জানিয়েছেন, অন্তর্নিহিত রক্তক্ষরণের কারণে সংক্রমণের আশঙ্কা রয়ে গেছে। তাই তাঁকে কমপক্ষে দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। আগে ধারণা করা হয়েছিল তিন সপ্তাহের মধ্যেই আইয়ার মাঠে ফিরবেন, কিন্তু এখন তাঁর সেরে ওঠার সময় আরও বাড়তে পারে।

৩১ বছর বয়সি এই ব্যাটসম্যান অন্তত এক সপ্তাহ সিডনির এই হাসপাতালে থাকবেন বলে জানা গেছে। এরপর চিকিৎসকরা অনুমতি দিলে তিনি দেশে ফিরবেন। উল্লেখযোগ্যভাবে, আইয়ার বর্তমানে ভারতের টি২০ দলে নেই।

টিম সূত্র মারফৎ জানাযায়, “তিনি লড়াকু মানসিকতার মানুষ। শারীরিকভাবে দুর্বল হলেও মনোবল হারাননি। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এটাই আমাদের আশা।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen