Shreyas Iyer’s Injury Update: গুরুতর চোট কাটিয়ে সেরে উঠছেন শ্রেয়স, জানালেন নিজের অনুভূতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৪৪: ভারতীয় দলের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার গুরুতর চোট পেয়েছিলেন কিছু দিন আগে,তবে সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের সুস্থতার খবর জানিয়ে তিনি সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওয়ানডে চলাকালীন এক অসাধারণ ক্যাচ নিতে গিয়ে পাঁজরের নিচের অংশে আঘাত পান শ্রেয়স। সেই আঘাতের পরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষার পর জানা যায়, এটি শুধুমাত্র পাঁজরের চোট নয়—তাঁর প্লীহা (spleen)-তে ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর ক্ষত হয়েছে, যার ফলে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়েছিল। এরপরই তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়।
আইয়ার নিজের পোস্টে লিখেছেন, “আমি এখন সুস্থ হওয়ার পথে। প্রতিদিন একটু একটু করে সুস্থ বোধ করছি। যেভাবে সবাই আমার জন্য প্রার্থনা করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন, তা সত্যিই আমার কাছে অনেক মূল্যবান। সবাইকে ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য।”
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) প্রথমে ২৭ অক্টোবর এক বিবৃতিতে জানায়, শ্রেয়স আইয়ার মাঠে ফিল্ডিংয়ের সময় বামদিকের নিচের পাঁজরের অংশে আঘাত পান। হাসপাতালের স্ক্যান রিপোর্টে দেখা গেছে, প্লীহা ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
এরপর ২৮ অক্টোবর দ্বিতীয় আপডেটে বোর্ড জানায়, আঘাতজনিত কারণে আইয়ারের পেটে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পুনরায় করা স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত মিলেছে। বোর্ডের মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পরামর্শে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
শ্রেয়সের এই বার্তায় ক্রিকেট দুনিয়ায় স্বস্তির হাওয়া বইছে। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন, কারণ আগামী সিরিজগুলিতে তাঁকে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই।