মহাকাশ থেকে মাটিতে পা! ‘ড্রাগন’ ক্যাপসুল খুলতেই Shubhanshu Shukla-র মুখে তৃপ্তির হাসি
২০২৫ সালের ২৬ জুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতের শুভাংশু শুক্লা, যিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছান।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৩: ১৮ দিন মহাকাশে, শেষে ঘরে ফেরা! শুভাংশু শুক্লার ঐতিহাসিক মহাকাশযাত্রা সফল। প্রথম ভারতীয় হিসেবে পৌঁছেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। Axiom-4 মিশনের অংশ হিসেবে কাটিয়েছেন ১৮ দিন মাইক্রোগ্র্যাভিটিতে গবেষণায়।
২০২৫ সালের ২৬ জুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতের শুভাংশু শুক্লা, যিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পৌঁছান। একবিংশ শতাব্দীর এই যুগান্তকারী অভিযানে তিনি ছিলেন Axiom Mission-4 (Ax-4)-এর অংশ। আর আজ, ১৪ জুলাই, সফলভাবে শেষ হল সেই মহাকাশ সফর।
সোমবার (ভারতীয় সময় অনুযায়ী সকাল ৪:৩৫ মিনিটে) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে SpaceX Dragon ক্যাপসুল আলাদা হয়ে পড়ে ২২ ঘণ্টার যাত্রায়। তারপর যথাসময়ে প্রশান্ত মহাসাগরের জলে ‘স্প্ল্যাশডাউন’ হয় তাঁদের রিটার্ন মডিউল।

শুভাংশু শুক্লার মহাকাশে প্রথম অভিজ্ঞতা
অভিযানের শুরু থেকেই নজর কেড়েছিলেন শুভাংশু। মহাশূন্যে গবেষণা, মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা, জীববিজ্ঞান সম্পর্কিত একাধিক পরীক্ষায় যুক্ত ছিলেন তিনি। শুধু বিজ্ঞান নয়, সংবেদনশীল দিকেও মন কেড়েছেন তিনি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে তিনি বলেছিলেন, “এমন এক স্থান থেকে পৃথিবীকে দেখা এক পরম সৌভাগ্য। এটা এক অসাধারণ অনুভূতি। মহাকাশে আসার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি।”
এই ১৮ দিনে শুধু কাজ নয়, আনন্দও ছিল সঙ্গী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় খাবার দিয়ে আয়োজিত হয়েছিল ছোটখাটো উৎসব। পেটপুজোর সেই মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে।
শুভাংশুর নাম ইতিহাসে
১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশযাত্রায় গিয়েছেন শুভাংশু শুক্লা। তবে সময়ের হিসেবে তিনি রাকেশের থেকেও বেশি দিন মহাকাশে কাটিয়েছেন এবং তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন।
তবে এই প্রত্যাবর্তনের মধ্যেই অভিযান শেষ হয়ে যায় না। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীদের জন্য শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মাধ্যাকর্ষণহীন পরিবেশে দীর্ঘদিন কাটানোর পর
পৃথিবীর স্বাভাবিক পরিবেশে মানিয়ে নিতে শারীরিকভাবে কিছুটা সময় লাগে। তাই প্রত্যাবর্তনের পর শুভাংশু সহ চার নভশ্চরকে একাধিক মেডিক্যাল পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আগামী সাত দিন বিশেষ পর্যবেক্ষণে থাকবেন তাঁরা, যাতে তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা যায় এবং পুনরায় অভিযানের প্রস্তুতিও যথাযথ হয়।