অসুস্থ শুভমন গিল, বিজয় হাজারেতেও সিকিম ম্যাচে মাঠে নামা হলো না পঞ্জাব অধিনায়কের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫০: শুভমন গিলের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন আপাতত আরও কিছুটা পিছিয়ে গেল। অসুস্থতার কারণে পঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে ম্যাচে নামতে পারেননি ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। শুক্রবার জয়পুরে দলের সঙ্গে যোগ দিলেও রাতের দিকে শারীরিক অসুস্থতা অনুভব করেন গিল। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
পঞ্জাব দলের কোচ সন্দীপ শর্মা জানিয়েছেন, গিল খেলতে আগ্রহী ছিলেন, তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঝুঁকি নেওয়া হয়নি। দলীয় সূত্রে খবর, গিল সামান্য জ্বরে ভুগছিলেন এবং সঙ্গে ছিল ফুড পয়জনিংয়ের সমস্যা। শনিবার সকালে তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলেও সামনে টুর্নামেন্টের ব্যস্ত সূচি থাকায় সতর্কতার পথই বেছে নেওয়া হয়।
গিল না খেললেও পঞ্জাবের জয়ে কোনও প্রভাব পড়েনি। সিকিমের বিরুদ্ধে একতরফা ম্যাচে ১০ উইকেটে জয় তুলে নেয় দল। এই ম্যাচে নজর কাড়েন অর্শদীপ সিং। ফ্লাইট দেরিতে পৌঁছলেও তিনি দলে সুযোগ পান এবং পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।
বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের অন্তত দু’টি বিজয় হাজারে ম্যাচ খেলা বাধ্যতামূলক। সেই প্রসঙ্গে কোচ স্পষ্ট করেছেন, আগামী মঙ্গলবার গোয়ার বিরুদ্ধে ম্যাচে শুবমন গিল অবশ্যই খেলবেন। রবিবার থেকেই অনুশীলনে ফেরার সম্ভাবনাও রয়েছে তাঁর।