CWC23: অস্ট্রেলিয়া ম্যাচের আগে ধাক্কা, ডেঙ্গি পজিটিভ শুভমন!
জানা যাচ্ছে, রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন শুভমন।
October 6, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ শুভমন গিল!
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত নামছে চেন্নাইয়ে। তার আগেই এলো এই প্রবল দুঃসংবাদ। অধুনা স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না এই তারকা ব্যাটার। বৃহস্পতিবার চেন্নাইয়ে নেট সেশনও করেননি তিনি।
জানা যাচ্ছে, রক্ত পরীক্ষায় ডেঙ্গি পজিটিভ ধরা পড়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন শুভমন। শুক্রবার আরও একপ্রস্থ পরীক্ষা নিরীক্ষা হলে তারপর টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।