Shutdown! আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অচল আমেরিকার সরকার

October 1, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: অনির্দিষ্টকালের জন্য অচল হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকার? মঙ্গলবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ছিল মার্কিন অর্থবর্ষের শেষ দিন। সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হয়েছে। তবে নয়া বিলের কারণে একমত হননি সেনেটের সদস্যেরা।ফলে মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি মার্কিন সেনেট। আজ অর্থাৎ বুধবার থেকে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে যাবে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে আসন্ন ‘শাটডাউন’ (US Shutdown) ঘোষণা করে দিয়েছে। আপৎকালীন পরিষেবাগুলি কেবল সচল থাকবে বলে মনে করা হচ্ছে।

 

আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবারই ছিল চলতি অর্থবর্ষের শেষ দিন। বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হলেও নতুন বিলের জন্য একমত হতে পারেননি সেনেটের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সদস্যরা। রিপাবলিকানরা একটি সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করেছিলেন। সেনেট তাতে অনুমোদন দেয়নি। ডেমোক্র্যাটেরা সাময়িক তহবিলে অনুমোদন দেননি। মার্কিন সেনেটে মোট সদস্য সংখ্যা ১০০। তহবিল সংক্রান্ত বিল পাশ করাতে অন্তত ৬০টি ভোট প্রয়োজন হয়। সেনেটে রিপাবলিকানদের সংখ্যা ৫৩।

 

গণছাঁটাইয়ের হুমকি দিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘শাটডাউনের ভাল দিকও রয়েছে। যেগুলো চাই না, তেমন অনেক জিনিস ফেলে দিতে পারি। অনেককে ছাঁটাই করা হবে। তাঁরা প্রত্যেকে হবেন ডেমোক্র্যাট।’’ উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফায় একবার ‘শাটডাউন’ হয়েছিল। ২০১৮ সালে মার্কিন সরকার ৩৫ দিনের জন্য অচল হয়ে পড়েছিল। আমেরিকার ইতিহাসে সেটাই ছিল সবচেয়ে বড় ‘শাটডাউন’।

 

অর্থের অভাবে সরকার তার কাজ চালাতে পারছে না, এই পরিস্থিতির নাম ‘শাটডাউন’। কোনও প্রকল্পের জন্য বা কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থ সরকারের তহবিলে নেই। মার্কিন অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার পর থেকে ‘শাটডাউন’ শুরু হয়ে যাচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া বাকি বিভাগগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হাজার হাজার সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ হবে। সামাজিক উন্নয়নমূলক, নিরাপত্তাজনিত প্রকল্পের কাজ বন্ধ রাখা হবে। সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণকারীদের কাজ করে যেতে হবে। ‘শাটডাউন’ চলাকালীন বেতন পাবেন না তাঁরা। অনেককে সাময়িকভাবে বসিয়ে দেওয়া হবে। সঙ্কটের মধ্যে পড়তে চলেছেন আমেরিকারবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen