শুভেন্দুকে z নিরাপত্তা, কটাক্ষ নেটিজেনদের

বিভিন্ন মহলে একটাই প্রশ্ন দেশে যখন এই পরিমাণ আর্থিক সঙ্কট, বেকারত্বের হার সর্বকালের সেরা, সেখানে করের টাকায় এই বিলাসিতা কেন?

December 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপিতে যোগ দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কেন্দ্রীয় নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নন্দীগ্রামের বিধায়কের জন্য জেড ক্যাটিগরির নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। এরপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ।

কেউ কেউ জিজ্ঞেস করছেন, শুভেন্দু অধিকারী দাবি করেন তিনি খুব সাধারণ মানুষ। তিনি এও দাবি করেন তিনি পান্তা ভাত খান ইত্যাদি। যদিও তাঁর সম্পত্তির হিসেব সেকথা বলছে না। ৮টা পেট্রোল পাম্প আর ৪টে হোটেলের মালিক তিনি। কলকাতায় ৪ কামরার ২ টি ফ্ল্যাটের মালিকও তিনি।

এমন এক পান্তা ভাত খাওয়া সাধারণ মানুষ নিজেই কিছুদিন আগে সরকারি নিরাপত্তা ত্যাগ করেছিলেন। কিন্তু, এখন কেন্দ্র ৩০জন সিআরপিএফ (CRPF) জওয়ানের জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে তিনি গ্রহণ করলেন কেন?

বিভিন্ন মহলে একটাই প্রশ্ন দেশে যখন এই পরিমাণ আর্থিক সঙ্কট, বেকারত্বের হার সর্বকালের সেরা, সেখানে করের টাকায় এই বিলাসিতা কেন? যেখানে সদ্য প্রকাশিত ২০২০ সালের রাষ্ট্রসংঘের উন্নয়ন প্রকল্পের রিপোর্টে মানব কল্যাণ সূচকে ১৮৯টি দেশের মধ্যে ভারত আরও একধাপ নীচে নেমে বর্তমানে ভারতের স্থান হল ১৩১তম, সেখানে একজন নেতার জন্য কেন এই বিপুল খরচ?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen