ভীমপুজোয় মেতে উঠেছে শ্যামপুর, কেন শুরু হয়েছিল এই পাণ্ডবের আরাধনা?

পুজো উপলক্ষ্যে গ্রামে উৎসবের মেজাজ চলে।

February 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় ভীমের পুজো। শ্যামপুর গ্রাম মেতে উঠেছে ভীমের পুজোয়, ভিড় করছেন দর্শনার্থীরা। মহাভারত অনুসারে, মেদিনীপুর সংলগ্ন অঞ্চলে পঞ্চপাণ্ডব বেশ কিছুদিন বসবাস করেছিল। সে’কারণেই মেদিনীপুরের মেদ উপজাতির মধ্যে ভীমপুজোর প্রচলন রয়েছে। একদা তাম্রলিপ্ত ছিল অন্যতম প্রধান নদী বন্দর। জলপথে বাণিজ্য করার সময় জলদস্যুর হাত থেকে রেহাই পেতে ওই এলাকায় ভীমপুজোর প্রচলন হয়। তাম্রলিপ্ত বা তমলুকের বিপরীতে নদী তীরবর্তী গ্রাম শ্যামপুরের রাধাপুর। দীর্ঘ ১২৯ বছর ধরে সেখানে ভীমপুজো অনুষ্ঠিত হচ্ছে।

জনশ্রুতি অনুযায়ী, আজ থেকে ১২৯ বছর আগে রাধাপুর গ্রামের পুরোহিত নিবারণ চক্রবর্তী ও তাঁর স্ত্রী মেনকা চক্রবর্তী স্বপ্নাদেশ পেয়ে ভীমের পুজো শুরু করেন। অস্থায়ী মণ্ডপে মাটির মূর্তি গড়ে পুজো হলেও, এখন ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট স্থায়ী মূর্তি তৈরি হয়েছে। সেই মূর্তিতেই এখন পুজো হয়। পুজো উপলক্ষ্যে গ্রামে উৎসবের মেজাজ চলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। আট দিনের মেলা বসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen