Siachen Base Camp: সিয়াচেনে তুষারধস, শহিদ ৩ সেনা, আরও প্রাণহানির আশঙ্কা

লাদাখের সিয়াচেন বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসের ঘটনায় প্রাণ হারালেন তিন ভারতীয় সেনা। আরও জওয়ান চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সেনা

September 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১৯: লাদাখের (Ladakh) সিয়াচেন বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসের ঘটনায় প্রাণ হারালেন তিন ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও জওয়ান চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে সেনা। উদ্ধার অভিযান চলছে তীব্র প্রতিকূলতার মধ্যেই।

সেনা সূত্রে খবর, দুর্গম এই এলাকায় প্রতিনিয়তই প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় জওয়ানদের। প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ বিশ্বের অন্যতম দুর্গম সামরিক ঘাঁটি। শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে তুষারধসের মতো বিপজ্জনক পরিস্থিতি সেখানে নতুন নয়।

অতীতে একাধিকবার প্রাণহানির সাক্ষী থেকেছে সিয়াচেন (Siachen)। ২০২১ সালে ‘হানিফ’ সাব-সেক্টরে তুষারধসে দুই সেনা নিহত হয়েছিলেন। ২০১৯ সালে ১৮ হাজার ফুট উচ্চতায় টহলরত সেনাদের উপর নেমে এসেছিল ভয়াবহ তুষারধস, মৃত্যু হয়েছিল চার সেনা ও দুই পোর্টারের। ২০২২ সালে অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে একই কারণে সাত সেনা সদস্যের প্রাণ গিয়েছিল, যা ভারতে তুষারধসে (Avalanche) সর্বাধিক প্রাণহানির ঘটনা হিসেবে নথিভুক্ত হয়।

সেনাসূত্রে খবর, মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিখোঁজ সেনাদের খুঁজে পেতে অভিযান চলছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং তুষারের স্তূপ উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen