১০ নম্বর জাতীয় সড়ক মেরামতিতে গ্যাংটক যেতে সমস্যায় পর্যটকেরা, গাড়িভাড়া আকাশছোঁয়া!

ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তিনদিন পুরোপুরি বন্ধের নোটিশ জারি করেছে। ১৯ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

May 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার থেকে ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত কাজের জন্য পর্যায়ক্রমে তিনদিন ৯ ঘন্টা করে বন্ধ থাকবে। এই ১০ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি–সিকিমের যোগাযোগের প্রধান লাইফলাইন। উত্তরবঙ্গের নানা জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই লাইফলাইনই ব্যবহার করা হয়ে থাকে। তবে এখন ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তিনদিন এই সড়ক পুরোপুরি বন্ধের নোটিশ জারি করেছে। একদিন ব্যবধানে ১৯ মে পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। কদিন আগে ৯ মে থেকে দু’ঘন্টা কাজের পর একঘন্টা পর্যটকদের গাড়ি যাতায়াতের জন্য ছাড় দিয়ে মেরামতের কাজ করা হয়েছে। এবার ১৫ মে থেকে একদিন অন্তর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে।

শিলিগুড়ি থেকে গ্যাংটকে পৌঁছোনোর ‘লাইফলাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে যাতায়াতে ভোগান্তির মুখে পড়ছেন পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। তাঁদের একাংশের অভিযোগ, শিলিগুড়ি (Siliguri) থেকে গ্যাংটকের যে গাড়িভাড়া সাড়ে চার হাজার টাকা ছিল, তা এখন নয় থেকে দশ হাজার টাকায় গিয়ে ঠেকেছে।

ঘুরপথে গাড়ি চালানোর খরচ বেশি, সেই অজুহাতে একধাক্কায় ভাড়া দ্বিগুণ চাওয়ার অভিযোগ উঠছে। সাধারণত শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক অবধি যেতে শেয়ার গাড়িতে মাথাপিছু ৪০০ টাকা ভাড়া গুনতে হয়। এদিন সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮০০ টাকায়। ছোট গাড়িতে শুধু নামিয়ে দিয়ে এলে সাড়ে চার হাজার টাকা খরচ হত। এদিন চাওয়া হয়েছে গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা।

গাড়িচালকরা অবশ্য নিজেদের দাবির সমর্থনে যুক্তি সাজাচ্ছেন। শিলিগুড়ি জংশনে দেখা হল সোনু প্রধানের সঙ্গে। গ্যাংটকের শেয়ার গাড়ির চালক তিনি। সোনুর ব্যাখ্যায়, ‘সেবক থেকে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগারা হয়ে সিকিম (Sikkim) যেতে হচ্ছে। অনেকটা ঘুরে যাওয়ার জন্য ভাড়া বেশি চাওয়া হয়। সময় অনেক বেশি লাগে। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকছে না। কয়েকদিন ভাড়ার অঙ্ক এমনই থাকবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen