বুধবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিঙ্গাপুর, গ্রিস
November 27, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: বুধবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল সিঙ্গাপুর। কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভারত মহাসাগরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রাত ১টা বেজে ২৪ ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি। সুনামি সতর্কতাও জারি করেনি হাওয়া অফিস।
গভীর রাতে গ্রিসও কেঁপে উঠেছে। গ্রিসে ভূমিকম্প অনুভূত হয় রাত ২টো বেজে ৮ মিনিটে। ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীর থেকে ছড়িয়ে পড়ে কম্পন। কম্পনের মাত্রা ছিল ৪.৮।
উল্লেখ্য, বিগত শুক্রবার সকালে বাংলাদেশে ৫.৭ মাত্রার কম্পন হয়। বলা হচ্ছে, গত ১০০ বছরের মধ্যে বাংলাদেশে এটাই ছিল সবচেয়ে বড় কম্পন। ঢাকাতেও কম্পন অনুভূত হয়। শিশু সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে ভূমিকম্পে। কলকাতা সহ গোটা বাংলাও কেঁপে উঠেছিল কম্পনে।