অনুষ্ঠানে হেনস্তার শিকার গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১১: গানের মঞ্চেই অপমান ও হেনস্তার অভিযোগ উঠল জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী-র বিরুদ্ধে নয়, বরং তাঁর উপর। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় একটি স্কুল অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি।
শনিবার ভগবানপুরের South Point Public School-এ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন লগ্নজিতা। কয়েকটি গান পরিবেশনের পর অশান্তি শুরু হয়।
শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গায়িকাকে মারধরের চেষ্টাও করা হয়। ভরা মঞ্চে শিল্পীকে হেনস্তা করার এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার পরেই ভগবানপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন লগ্নজিতা চক্রবর্তী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আশ্বাস, অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করা হবে। শিল্পীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসন কোনও রকম আপস করবে না বলেই জানিয়েছেন আধিকারিকরা। এরপরই সঙ্গীতশিল্পীকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত স্কুলমালিককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে। তিনি জানান, এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন।