জলদাপাড়ায় বাড়ল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা, সুরক্ষায় আরও জোর দিচ্ছে বন দপ্তর

শুমারির পর দেখা গিয়েছে, জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ৪৫টি বেড়েছে।

March 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
একশৃঙ্গ গণ্ডার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলদাপাড়ায় বাড়ল একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা। ৩৯টি গণ্ডার বেড়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১টি। ২০২২ সালের পর গত ৫ এবং ৬ মার্চ জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে গণ্ডার শুমারি হয়েছিল। বনকর্তারা আশা করেছিলেন, এবার জাতীয় উদ্যানগুলিতে গণ্ডারের সংখ্যা বাড়বে। সেই মতোই বাড়ল গণ্ডার।

শুমারির পর দেখা গিয়েছে, জলদাপাড়া এবং গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা ৪৫টি বেড়েছে। যার মধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার বেড়েছে ৩৯টি। এরফলে এই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৩৩১ টিতে। অন্যদিকে, গরুমারায় ৬টি বেড়ে বর্তমানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা দাঁড়াল ৬১টিতে। এছাড়া, ৭০ টি কুনকি হাতিও বেড়েছে।

গণ্ডারের মধ্যে প্রায় ৬১ টি শাবক রয়েছে বলে জানিয়েছে বন দপ্তর। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গণ্ডারের সংখ্যার বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৪.২৭ শতাংশ। সুমারিতে অসম, উত্তরবঙ্গের এনজিও-রা গণনায় অংশগ্রহণ করে। জলদাপাড়ায় যতটা পরিমাণ জায়গা আছে যেখানে আরও একশৃঙ্গ গণ্ডার বাড়লেও কোনও সমস্যা নেই। তবে তাদের চলাফেরার সমস্যা যাতে না হয় তার জন্য ভবিষ্যতে জায়গা আরও বাড়ানো হতে পারে। জানা যাচ্ছে, গণ্ডার শুমারিতে শুধু গণ্ডারের সংখ্যা গণনা নয়, পাশাপাশি তাদের খাদ্য ও বাসস্থানের বর্তমান অবস্থা কী তাও জানার চেষ্টা করা হচ্ছে।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, গণ্ডারের সংখ্যা যে বাড়বে সকলেই সেই আশা করেছিলেন। কয়েকবছর ধরে এখানে ৩-৪টি করে সংখ্যা বাড়ছিল। এবার একলাফে ৬টি গণ্ডার বেড়েছে। অন্যদিকে, জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাশোয়ান জানিয়েছেন, জলদাপাড়া জাতীয় উদ্যানে ৩৯টি গণ্ডার বেড়েছে। ২০২২ সালে সংখ্যাটা ছিল ২৯২টি। এবার বেড়ে হয়েছে ৩৩১ টি। এর পাশাপাশি গণ্ডার সংরক্ষণ ও জঙ্গলের সার্বিক নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen