আজ বাংলায় শুরু SIR , ঘূর্ণিঝড় ‘মান্থা’ ঘনাচ্ছে উপকূলে ,আজ মাঠে নামছে মোহনবাগন-ইস্টবেঙ্গল, রঞ্জিতে লড়াইয়ে বাংলা!

October 28, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: ২৩ বছর পর বাংলায় শুরু হচ্ছে SIR, সঙ্গে আরও ১১ রাজ্যে

আজ থেকেই শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। প্রায় ২৩ বছর পর ফের বাংলায় হচ্ছে এই কাজ। সর্বশেষ ২০০২ সালে এই প্রক্রিয়া হয়েছিল রাজ্যে। সোমবার বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে বাংলায় SIR-এর সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় এই বিশেষ সংশোধন চালু হবে আরও ১১টি রাজ্যে— আন্দামান ও নিকোবর, ছত্তিসগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে।

 

ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়বে মঙ্গলবারেই

দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে, বিশেষ করে মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি স্থানে ল্যান্ডফল করবে বলে পূর্বাভাস। ঘণ্টায় সর্বাধিক ১১০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

 

সুপার কাপে আজ মাঠে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল

AIFF সুপার কাপে আজ কলকাতার দুই প্রধান ক্লাবেরই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে ড্র করে চাপে থাকা ইস্টবেঙ্গল এফসি আজ চেন্নাইয়িন এফসি-র মুখোমুখি হবে গোয়ার বাম্বোলিমে, বিকেল সাড়ে চারটেতে শুরু হবে খেলা। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী মোহনবাগান এসজি খেলবে ডেম্পোর বিরুদ্ধে ফাতোরদায় সন্ধ্যা সাড়ে সাতটায়। দুই ম্যাচেই নজর থাকবে কলকাতা সমর্থকদের।

 

রঞ্জিতে বাংলার লড়াই, ইডেনে উত্তেজনা চরমে

ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে চতুর্থ দিনে নামছে বাংলা দল। প্রথম ইনিংসে ২৭৯ রানে শেষ করে গুজরাটকে অলআউট করেছে মাত্র ১৬৭ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে ৬ উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলা। এখন তাদের মোট লিড ২৮২ রান। আজ চতুর্থ দিনে কি তারা ইনিংস ঘোষণা করবে এবং গুজরাটকে দ্রুত গুটিয়ে দ্বিতীয় জয় নিশ্চিত করতে পারবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen