SIR: ‘কাজের চাপে’ গুরুতর অসুস্থ হুগলির বাঁশবেড়িয়ার BLO, ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: এসআইআর (SIR) প্রক্রিয়ার অতিরিক্ত চাপের জেরে আরও এক ব্লক স্তরের আধিকারিক (BLO) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। অসুস্থ বিএলও আবু তোহরাব বিন আমানকে প্রথমে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয়েছে কল্যাণীর গান্ধী হাসপাতালে। পরিবার জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
তোহরাব বাঁশবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ১৪৮ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আইএম হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক (High Madrasah School Teacher)। রবিবার সন্ধ্যায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন, তবুও এসআইআরের (SIR) কাজ চালিয়ে যাচ্ছিলেন। কাজের চাপ এবং মানসিক চাপই তাঁর অসুস্থতার কারণ বলে অভিযোগ পরিবারের। তাঁর কাকা জানিয়েছেন, ‘‘ওর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। উচ্চমানের চিকিৎসার দরকার। বাড়িতে স্ত্রী, দুই কন্যা এবং বৃদ্ধ বাবা-মা রয়েছে। সকলে ভীষণ দুশ্চিন্তায়।’’
স্থানীয় কাউন্সিলর এমডি শহিদ জানিয়েছেন, ‘‘শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন তিনি। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।’’
গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক বিএলও (BLO) অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারগুলি নির্বাচন কমিশনকে দায়ী করছে। শাসকদলের দাবি, অতিরিক্ত কাজের চাপে ইতিমধ্যেই তিন জন বিএলও প্রাণ হারিয়েছেন। রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অভিযোগ করেছিলেন, ‘‘বিএলওদের উপর অসম্ভব চাপ দেওয়া হচ্ছে। কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন।’’