রাজ্যে ফের বাড়তে পারে SIR-এর সময়সীমা! কী সিদ্ধান্ত কমিশনের বৈঠকে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.৫০: ভোটার তালিকা সংশোধনের কাজ (SIR)-এর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা ছিল গত ৪ ডিসেম্বর। তবে কাজের চাপের কথা মাথায় রেখে সেই সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের (Enumeration form digitization) কাজ শেষ করতে হবে এবং ১৬ ডিসেম্বর ভোটার তালিকার খসড়া (Draft voter list) প্রকাশিত হওয়ার কথা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কাজ অনেকটাই এগিয়ে গেলেও দেশের একাধিক রাজ্যে কাজের গতি স্লথ। এই পরিস্থিতিতে সময়সীমা ফের বাড়ানো হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল।
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ চলাকালীন মৃত বিএলও (BLO)-দের পরিবারের জন্যও রয়েছে বড় খবর। কাজের চাপে মৃত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে, বিভিন্ন রাজ্যে কাজের গতির ওপর নির্ভর করে এসআইআর-এর সময়সীমা বৃদ্ধির পথও খোলা রাখল কমিশন। শুক্রবার দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই ইঙ্গিত মিলেছে।
এ দিনের বৈঠকে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, সময়সীমা বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্যের পরিস্থিতির ওপর নির্ভর করবে। যদি কোনও রাজ্যে কাজের চাপে ডেডলাইন বাড়ানোর প্রয়োজন হয়, তবে সেই রাজ্যের সিইও দপ্তরকে (CEO Office) কমিশনের কাছে সুপারিশ করতে হবে। কমিশন সেই সুপারিশ খতিয়ে দেখে তবেই সময়সীমা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, এবারের বৈঠকে অত্যন্ত মানবিক একটি বিষয় উঠে এসেছে। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকা (Voter list) সংশোধনের কাজ চলাকালীন বেশ কয়েকজন বিএলও-র (BLO) মৃত্যুর ঘটনা ঘটেছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ৪ জন বিএলও-র মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের পরিবারের অভিযোগ, অত্যধিক কাজের চাপের ফলেই এই অকালমৃত্যু। বিভিন্ন মহল থেকে বারবার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠছিল। শুক্রবারের বৈঠকে কমিশন জানিয়েছে, মৃত বিএলও-দের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপরই ক্ষতিপূরণ প্রসেসিং-এর কাজ শুরু করার কথা ভাবা হবে।
এদিকে, এসআইআর-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যে ইতিমধ্যেই প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং আরও ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এরই মধ্যে রাজ্যের সিইও দপ্তরে প্রশাসনিক রদবদলও হতে চলেছে। কমিশন সূত্রে খবর, দপ্তরে নতুন দুই আইএএস (IAS) অফিসার যোগ দিতে চলেছেন। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কমিশনার বন্দনা পোখরিয়াল এবং হাওড়ার প্রাক্তন এডিএম দিব্যা মুরুগেসন জয়েন্ট সিইও (Joint CEO) পদে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
কমিশনের এই সিদ্ধান্তগুলি একদিকে যেমন মৃত কর্মীদের পরিবারের ক্ষতে প্রলেপ দিতে পারে, অন্যদিকে সময়সীমা নিয়ে নমনীয় মনোভাব রাজ্যের নির্বাচনী আধিকারিকদের ওপর চাপ কিছুটা কমাবে বলে মনে করা হচ্ছে।